1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা নজরুল ইসলাম মোল্লার চুনারুঘাট থানায় নতুন ওসি জাহিদুল ইসলামের যোগদান মাধবপুরে ধর্ষণ মামলার আসামি ফয়েজ গ্রেফতার বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান তিস্তার ভাঙ্গনে সর্বস্বান্ত ৭৬ পরিবার পেলো ত্রাণ ও নগদ সহায়তা বরগুনায় ‘ন্যায়কুঞ্জ’-এর শুভ উদ্বোধন করলেন হাইকোর্টের বিচারপতি জে.বি.এম. হাসান চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে ফ্রি ভেটেনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মাধবপুরে নারিকেলকাণ্ডে আলোচনায় শিক্ষা কর্মকর্তা, সমালোচনার ঝড় চা শ্রমিক নেতা যুবরাজ ঝরা’র মৃত্যু ; বাগান বন্ধ একদিনের শোক পালন যুবরাজ ঝরা ছিলেন আহম্মদাবাদের একজন সমৃদ্ধ রাজনৈতিক

হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করেছে।

২৫ সেপ্টেম্বর রাতে ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সন্দেহভাজন একটি ট্রাককে থামান। পরে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরা বোঝাই ট্রাকটি আটক করা হয়। প্রাথমিকভাবে জব্দকৃত জিরার বাজারমূল্য প্রায় এক কোটি টাকার বেশি বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাচালানকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে অবৈধভাবে এসব পণ্য পাচারের চেষ্টা করছিল। আটককৃত জিরা দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানবীর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,
“চোরাচালানকারীরা যেন সীমান্তবর্তী এলাকাকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

জব্দকৃত ট্রাক ও ভারতীয় জিরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট