চুনারুঘাট প্রতিনিধি: দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করেছে।
২৫ সেপ্টেম্বর রাতে ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সন্দেহভাজন একটি ট্রাককে থামান। পরে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরা বোঝাই ট্রাকটি আটক করা হয়। প্রাথমিকভাবে জব্দকৃত জিরার বাজারমূল্য প্রায় এক কোটি টাকার বেশি বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাচালানকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে অবৈধভাবে এসব পণ্য পাচারের চেষ্টা করছিল। আটককৃত জিরা দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানবীর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,
“চোরাচালানকারীরা যেন সীমান্তবর্তী এলাকাকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
জব্দকৃত ট্রাক ও ভারতীয় জিরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
দ.ক.সিআর.২৫