মোঃ নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর বাজার মসজিদ কমিটির নবনিযুক্ত সদস্যদের নিয়ে সোমবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি জাহিদ বিন কাশেম।
এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাজী সোয়াব মিয়া, হাজী ডা. আ. সাত্তার, শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান, সেক্রেটারি হাজী জালাল খান, সহ-সাধারণ সম্পাদক হাজী ফারুক রানা, মো. শাহীন মিয়া এবং সদস্য লুৎফুর রহমান গোলাম সিদ্দিক আপন, হাজী জসিম ও খলিলুর রহমান বুলবুল।
সভাপতি সকলকে মসজিদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ, সঠিকভাবে হিসাব সম্পন্ন করা এবং নতুন বছরের ভাড়া আদায়ের ফান্ড থেকে মসজিদের দোতলার কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
সভা শেষে কমিটির পক্ষ থেকে সভাপতি জাহিদ বিন কাশেমকে একটি ধর্মীয় কিতাব উপহার দেওয়া হয়।
দ.ক.সিআর.২৫