
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় মৌলানা আজিজুর রহমান এর সভাপতিত্বে সাংবাদিক মীর জুবাইর আলম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠিতা পরিচালক সাংবাদিক ইসমাঈল হোসেন বাচ্চু, গাজীপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেক মেম্বার, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, মাষ্টার মাহমুদুর রহমান, সাংবাদিক আব্দুল হাই প্রিন্স, সাংবাদিক উজ্জ্বল, হবিগঞ্জ এগ্রো লিমিটেড এর এডমিন আলাউদ্দিন, সমাজ সেবক সজল মিয়া ও ছাত্র ছাত্রীদের অভিভাবক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করুন, সমাজ আলোকিত হবে। তিনি আরও বলেন, দলীয় মনোভাব না নিয়ে সকলই যার যার পক্ষ থেকে প্রতিষ্ঠানের জন্য কাজ করেন একদিন ইকরতলী মাদ্রাসা আপনাদের সন্তানদের জন্য হবে উজ্জ্বল ভবিষ্যত গড়ার উত্তম ঠিকানা। সুতরাং যিনি সমাজের ভাল কাজ করেন তাকে সহযোগিতা করুন।
আরও বলেন, আমার কাছে অত্যন্ত ভাল লেগেছে সাংবাদিক মীর জুবাইর সমাজের শিক্ষা বিস্তারের জন্য যে চেষ্টা করে যাচ্ছে তা কখনো শোধ করা যাবে না। এখানে দুনিয়া এবং আখেরাতের মঙ্গল রয়েছে। আপনাদের সন্তান কে মাদ্রাসা শিক্ষা দিন আপনার সন্তান আপনার আনুগত্য হবে।
সকল ছাত্র ছাত্রীদের হাতে হবিগঞ্জ এগ্রো লিমিটেড এর পক্ষ থেকে খাতা কলম তোলে দেয়া হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দ.ক.সিআর.২৫