হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল মডেল থানার আঙিনায় এখন চোখে পড়ে এক অনন্য সবুজ পরিবেশ। সারি সারি পেঁপে গাছে ঝুলছে সবুজ ফল, যা শুধু সৌন্দর্য বৃদ্ধি করেনি, পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ওসি জাহিদুল ইসলামের উদ্যোগে থানার আঙিনাকে পরিচ্ছন্ন, সবুজ ও ফলভরা রাখা হয়েছে। এই পদক্ষেপে ফাঁকা জায়গার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়েছে এবং এলাকার পরিবেশ উন্নত হয়েছে।
বাহুবল থানা আইন-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও পুলিশের কার্যকর ভূমিকা প্রদর্শন করছে, যা জেলার জন্য এক অনন্য দৃষ্টান্ত।
দ.ক.সিআর.২৫