নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন টেকারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: হেনা আক্তার।
বৃহস্পতিবার (১১ সেপটম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই শিক্ষক উপজেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ার স্বীকৃতি অর্জন করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পান। আমাদের উপজেলায় নির্বাচিত হওয়া ওই ‘গুণী শিক্ষকের মধ্যে আসন্ন ‘বিশ্ব শিক্ষক দিবস-২৫’ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।
এব্যাপারে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে ‘গুণী সহকারী শিক্ষক’ মোছাঃ হেনা আক্তার বলেন, এখন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছি, সকলের দোয়ায় আশাকরি জেলা পর্যায়েও শ্রেষ্ঠ হয়ে আগামীতে জাতীয় পর্যায়েও গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হব। ইনশাআল্লাহ্
জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও যেন উনার এই সফলতা বজায় থাকে এই দুআ আমাদেরও।
দ.ক.সিআর.২৫