1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
নির্বাচন সামনে রেখে বাহুবলে যৌথবাহিনীর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জে দ্বিতীয়বারের মতো শব্দকথার শরৎ উৎসবের বর্ণিল আয়োজন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার: বাংলার ঋতুচক্রে শরৎকাল মানেই ভিন্ন আবহ। শ্রাবণের মুষলধারার অবসান ঘটলে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। সবুজ ধানক্ষেতের বিস্তার, রৌদ্র-ছায়ার খেলায় মুগ্ধ দৃশ্য, আর নদী-খাল-বিলের ধারে শুভ্র কাশফুলের সারি বাঙালির হৃদয়ে জাগায় আনন্দের স্পন্দন। এই প্রকৃতি ও সংস্কৃতির মিলনকে কেন্দ্র করেই হবিগঞ্জে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো “শব্দকথা শরৎ উৎসব ২০২৫”।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শহরের গ্রীন ভিলেজ পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবে যোগ দেন সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন অঙ্গনের গুণীজন। সভাপতিত্ব করেন শব্দকথার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরপদার ও নির্বাহী সদস্য সৈয়দা রিমা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপসচিব, বিশিষ্ট লেখক মো: হারুন অর রশীদ সাগর। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিশিষ্ট সংগীত প্রশিক্ষক স্বদেশ দাশ, কবি ও প্রাবন্ধিক জাহান আরা আফছর, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমীর আলী, হবিগঞ্জ নজরুল একাডেমির সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, উদ্ভিদ গবেষক ড. সুভাষ চন্দ্র দেব, সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, বিশিষ্ট সংগীতশিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, জাসাস হবিগঞ্জ জেলা আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হক, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, শব্দকথার উপদেষ্টা হেলাল আহমেদ, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ প্রমুখ।

সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শরতের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়। কবিতা আবৃত্তি করেন ইমরান হোসাইন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, সৈয়দা বেলী, এনি মনি দাশ, ইয়াসির আহমেদ, জান্নাতুল নওমি, ফারজানা রহমান ছবি, চৌধুরী তাওহীদ বিন আজাদ, মো: নাঈম, তাইজুল ইসলাম, মীর ফয়সল, ইসরাত জাহান ফাল্গুনী, আইয়ুব আলী প্রমুখ।

গান পরিবেশনে ছিলেন গোপী মোহন দাস, নুরুন্নাহার শিমুল, ইয়াছিন মাহমুদ, শিরিন আক্তার, জগৎ সরকার, সৌরভ রায় এবং ব্যান্ড দল ব্যঞ্জক। তাঁদের কণ্ঠে ভেসে ওঠে শরতের গান, যা দর্শক-শ্রোতাদের বিমোহিত করে।

আলোচনা সভা শেষে চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শুধু কবিতা-পাঠ আর গান নয়, বরং সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল শরতের আবহ, আনন্দ ও মিলনমেলা। হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে আলোচকেরা বলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট