1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

সংকটাপন্ন অবস্থায় লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন, লাইফ সাপোর্টে

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

কালনেত্র প্রতিবেদন: দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, ফরিদা পারভীনের রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে, সংক্রমণ বেড়েছে এবং দীর্ঘদিনের কিডনি জটিলতাও প্রকট আকার ধারণ করেছে। সব মিলিয়ে তার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদা পারভীনের চিকিৎসা যতটা ভালোভাবে করা সম্ভব তা-ই চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ফরিদা পারভীনের অবস্থা কিছুটা জটিল। গুরুতর অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তারা সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

শিল্পী জীবনের সংক্ষিপ্ত পরিচয়:

১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত গেয়ে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন ফরিদা পারভীন।

১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।

পরবর্তীতে সাধক মোকসেদ আলী শাহর কাছে তালিম নিয়ে লালনগীতির জীবন্ত কিংবদন্তি হয়ে ওঠেন।

সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে একুশে পদক লাভ করেন।

নতুন প্রজন্মকে লালনের গান শেখাতে প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি স্কুল’।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট