চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি খ্যাত মুড়ারবন্দ দরবার শরীফে “মুড়ারবন্দ তাজদারে মাদীনা সুন্নী যুবসংঘ” এর উদ্যোগে দয়াল নবীজী (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শুভাগমন উপলক্ষে পবিত্র ঈদে আযম- পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে জশনে জুলুস এর আয়োজন করা হয়।
উক্ত জশনে জুলুসে অসংখ্য আশেকে রাসুলগণ উপস্থিত ছিলেন। জশনে জুলুস উপলক্ষে সিপাহসালার হযরত সৈয়দ নাসিরউদ্দিন (রঃ) মাজারে মিলাদ, কিয়াম, জিকির এবং সকলের জন্য মোনাজাত করে তাবারক বিতরনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়।
দ.ক.সিআর.২৫