নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফ -এর উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস আনন্দ র্যালি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা হযরত শাহ্ জালাল (রহঃ) সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় আনন্দ র্যালিটি মাধবপুর-মনতলা সড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক হয়ে ছাতিয়াইন বি.এন হাইস্কুল এন্ড কলেজ মাঠে এসে আনন্দ র্যালি মাধ্যমে শেষ হয় জশনে জুলুস।
এ বছর জশনে জুলুসের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফের পীরজাদা পীর হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া, সুন্নীয়তের অতন্ত্র প্রহরী পীরজাদা আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল। জুলুস শেষে মাহফিলে সভাপতিত্ব করবেন পীর হাফেজ সৈয়দ জিয়াউল কামাল। আহবানে পীরজাদা আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল। বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট (আপীল বিভাগ) এডভোকেট আমিনুল ইসলাম, ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ।
ছাতিয়াইন বি.এন হাইস্কুল এন্ড কলেজ মাঠে আমেরী মুনাজাতে অংশ নেন লাখ লাখ ভক্ত মুরিদান বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে। দিনটি ইসলাম ধর্মের প্রচারক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে পালিত হয়।