1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সাতছড়িতে রাতের আধারে ডাকাতির চেষ্টা, রুখে দিল পুলিশ-বিজিবি চুনারুঘাটে প্রয়াত সাবেক কাউন্সিলর লাল মিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত আবারও লোডশেডিং এর কবলে বরগুনা শহর, নেই আগাম বার্তা মাধবপুরে অবৈধ বালু পাচারের অভিযোগে দুই জনের কারাদণ্ড  ভারতে নিহত ৩ বাংলাদেশির লাশ হস্তান্তর হবিগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় ফলাফল মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা  চুনারুঘাটে সীমান্ত এলাকায় অবৈধ বালু উত্তোলনকালে ৩টি ট্রেক্টার ও ২জন গ্রেফতার  বৈষম্যবিরোধী আন্দোলনের ঘাতক কালাম এখনও ধরাছোঁয়ার বাইরে ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্য

দেশে সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ বিক্রি শুরু

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় ভোক্তাদের জন্য পরিবেশবান্ধব পাটের ব্যাগ সাশ্রয়ী মূল্যে বাজারজাতের কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের আওতায় নির্ধারিত দোকানগুলো থেকে পাটের তৈরি ব্যাগ ভর্তুকিমূল্যে কেনা যাবে। কার্যক্রমটি বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ টিসিবির অনুমোদিত ডিলারদের মাধ্যমে এই ব্যাগ সরবরাহ করা হচ্ছে।

পাটের ব্যাগের দাম ব্যাগের গুণমান ও আকার অনুযায়ী নির্ধারণ করা হয়েছে — ২০, ২৫, ৩০, ৩৫, ৭০ এবং ৮০ টাকা করে।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পরিবেশের সুরক্ষায় পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। জনগণকে এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পলিথিনের ব্যবহার বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিয়মিত তদারকি চলবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব জীবনধারার বিকল্প নেই। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে বেরিয়ে এসে আমাদের পাটের মতো টেকসই উপকরণের দিকে ঝুঁকতে হবে। এখনই সময় স্থায়ী পরিবর্তনের।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট