মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বনগাঁও গ্রামের মাওলানা ক্বারী আব্দুল খালেক আল-আবেদী রহঃ বাড়িতে ঈদে মিলাদুন্নবী উদযাপন। মহানবীর আগমন ও জীবনের ওপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী অধ্যাপক (আরবী) ও বিভাগীয় প্রধান-আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ হবিগঞ্জ দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি,বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক মাওলানা বেলায়েত উল্লা, হবিগঞ্জ দারুসুন্নাহ কামিল মাদ্রাসার আরবী প্রভাষক নাজমুল হক নোমান।
শনিবার সন্ধার পরে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল, তাবারুক আয়োজন।
।বক্তাদের একজন বলেন, ‘এ দিনে আরবের মক্কা নগরীর কুরাইশ গোত্রে মা আমিনার কোলে আগমন নিয়েছিলেন মহানবী হযরত মোহাম্মদ (সা.)। একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত।
‘তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং করত মূর্তিপূজা। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে প্রেরণ করেন।’
আলোচনা সভায় আশিকুর রহমান রাকিব,মওলানা হাফেজ রিপন , হাফেজ আল আমিন, হাফেজ জহিরুল ইসলাম জীবন, শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দ.ক.সিআর.২৫