1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী ওরস শুরু মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারি গ্রেফতার জনসাধারণের যাতায়াত ও পানি নিষ্কাশনের সুবিধার্থে ২টি কালভার্ট নির্মাণ করলেন শামীম মেম্বার লাখাইয়ে করাব ইউপি সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ, ভোগাচ্ছেন এলাকাবাসীকে ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন চুনারুঘাটে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, জখম ও নবজাতকের মৃত্যু বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিতসহ বন্ধ হচ্ছে আরও তিন স্থলবন্দর চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় : বললেন চুনারুঘাটের নবাগত ইউএনও টানা ৪ দিনে ৪৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সিলেটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী ওরস শুরু

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

কালনেত্র প্রতিবেদক: সিলেটের শাহপরাণস্থ দরগাহ-ই-হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী পবিত্র ওরস শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। বার্ষিক পবিত্র ওরস উপলক্ষে প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ ও মাজার কর্তৃপক্ষ।

প্রথম দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে কোরআন খতম, জিকির-আজকারের মধ্যদিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দ্বিতীয় দিন ভক্ত আশেকানদের মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

মধ্যরাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের খাদেম সাদিকুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে মাজারে দুই দিনব্যাপী ওরস শুরু হয়েছে। ওরস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

ওরস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।

সভায় মাজারের পবিত্রতা রক্ষা, জিয়ারতের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং অ-ইসলামিক কার্যক্রম প্রতিরোধে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাজার প্রাঙ্গণে কোনো ধরনের অইসলামিক কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়টি নিবিড়ভাবে মনিটর করার জন্য পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়। ওরসকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে সভায় জানানো হয়।

পুলিশ কমিশনার রেজাউল করিম বলেন, পবিত্র ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান, অশ্লীলতা বা অইসলামিক কোনো কার্যকলাপ না ঘটে- এ বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তদারকি কমিটির সদস্য। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। তারা সার্বক্ষণিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করবেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট