1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬ মিরাশিতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রকাশের দাবি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি মুলক এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির আংশিক অনুমোদন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
গতকাল  দুপুর ২ ঘঠিকার সময় রাজধানীর গাজীপুর জেলার, বোর্ড বাজার নামক স্থানের বৈশাখী রেস্তোরার ৩য় তলায় এ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় ও সংগঠনের প্রতিষ্টাতা শেখ তিতুমীরের আকাশ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ (বিএসকেপি) এর সাধারন সম্পাদক, এম এ মমিন আনসারী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নিউজ24 সৌদিআরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ।
উক্ত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক-সরওয়ার জাহান মেঘলা, দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, লিমন হোসেন সোহাগ, উপঃ দপ্তর সম্পাদক রানা আহম্মেদ তাজ, কণা আকতার, শিল্পী আকতার, জাকারিয়া সিকদার, মোঃ ওয়াসিম রেজা, সাকিব মাহমুদ, ফিরোজ মিয়াসহ আরও অনেকে।
উক্ত সভায় প্রধান অথিতির বক্তব্যে এম এ মমিন আনসারী বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। এই ছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়ে ১১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার আহবান জানান।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের তাদের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে, সাংবাদিকরা পেশাগত কাজে অনেক হুমকি দুমকি পাচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সারকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ও প্রকাশ করতে সরকার প্রতি আহ্বান জানান তিনি, এছাড়াও তিনি সাংবাদিক তুহিন হত্যা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সভাপতির বক্তব্যে শেখ তিতুমীর আকাশ বলেন, সংগঠন যেমন সবার অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের। সাংবাদিকদের অধিকার আদায়ে সকল সাংবাদিকদের নিয়ে প্রাণের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এক কাতারে এসে ঐক্যের ডাকে শামিল হওয়ার আহব্বান জানান তিনি ।
অনুষ্ঠানে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শিল্প গ্রুপ জে কে প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ও ম্যানেজিং ডিরেক্টর আক্তার হোসেন গাজী কে উপদেষ্টা করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপদেষ্টা দের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট