শেখ জাহাঙ্গির আলম নয়ন: চুনারুঘাট সিএনজি চালিত অটোরিকশা ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২০২৫ বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী ভেন্যু: দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট সদর।
স্থানীয় শ্রমিকদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে, আর প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন।
এবারের নির্বাচনে ৯টি পদে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে রয়েছে অভিজ্ঞ নেতৃত্ব ও নতুন মুখ— যারা সংগঠনের উন্নয়ন, শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচনী প্রচারণায় পোস্টার, লিফলেট, সরাসরি মতবিনিময় ও গণসংযোগ কর্মসূচি শেষে আজ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ।
ভোটাররাও আশাবাদী, নির্বাচনের মাধ্যমে একটি যোগ্য ও সেবামুখী কমিটি গঠিত হবে, যা তাদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দ.ক.সিআর.২৫