➖
নাহিদ মিয়া, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে পরিবেশ সংরক্ষণ ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জাতীয় টি কোম্পানি (এনটিসি) এর চেয়ারম্যান মামুন রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান মামুন রশিদ বলেন, চা বাগানের লেকে মাছের পোনা অবমুক্তকরণ এবং গাছের চারা রোপণ একটি যুগান্তকারী পরিবেশবান্ধব উদ্যোগ। এতে করে শুধু মাছ উৎপাদন বাড়বে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা ও আমিষের চাহিদা পূরণেও ভূমিকা রাখবে। তিনি আরও জানান, রুই, কাতলা, মৃগেল, ব্রিগেডসহ বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে এবং লেকের চারপাশে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে, যা অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করবে। এসময় এনটিসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান বলেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু মাছ ও গাছের উৎপাদনই বাড়বে না, বরং প্রাকৃতিক ওষুধের উৎসও তৈরি হবে। চা বাগানের আশেপাশের মানুষের জন্য এই গাছগুলো ভেষজ চিকিৎসার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনটিসি’র মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম, তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বাগানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
দ.ক.সিআর.২৫