কালনেত্র ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের দুরন্ত বোলিংয়ের সুবাদে খুব বেশি রান তুলতে পারেনি পাকিস্তান।
দারুণ ছন্দে ছিলেন টাইগার বোলাররা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়েছে তারা। দলের ১৮ রানের মাথাতে ৪ বলে ৬ রান করা সাইম আইয়ুবকে দিয়ে শুরু। সাইমকে ফেরান তাসকিন আহমেদ। এরপর একে একে সাজঘরে ফিরে যান মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা, হাসান নওয়াজ। পাওয়ারপ্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান, তোলে মোটে ৪১ রান।
পাওয়ারপ্লে শেষে আউট হন মোহাম্মদ নওয়াজ। ৫ বলে ৩ রান করেন নওয়াজ। ৪৬ রানের মধ্যে হাওয়া ৫ উইকেট। শুরুর ৬ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল টিকে থাকা ওপেনার ফখর জামান। এক প্রান্ত আগলে রেখে খেলেছেন ফখর। ৩৪ বলে ৪৪ রান করে দলের ৭০ রানের মাথাতে থামেন ফখর জামান।
শেষ দিকে ২৩ বলে ১৭ রানের ইনিংস খেলেছেন খুশদিল শাহ। আব্বাস আফ্রিদিও ঝড়ের আভাস দিয়েছেন। তবে ২৪ বলে ২২ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ১৯.৩ ওভার শেষে ১১০ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট তোলেন তাসকিন আহমেদ। ২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান।
দ.ক.সিআর.২৫