➖ডেস্ক রিপোর্ট:
আজ রোববার (১৩ জুলাই) থেকে সারা দেশে বিশেষ বা চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে আজ থেকেই আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করবে। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা ও মাদক চোরাচালান—এইসব অপরাধ দমনে সরকার কোনোভাবেই ছাড় দেবে না।
সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর, জানিয়ে উপদেষ্টা বলেন, “পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। জনগণের সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ইতিমধ্যেই নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এখন থেকে তা আরও জোরদারভাবে চলবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে, এবং জনশৃঙ্খলা বা নিরাপত্তা বিঘ্নকারী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
দ.ক.সিআর.২৫