1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সেনা অভিযানে মাদক ও ব্যবসায়ী আটক চুনারুঘাটে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল  হবিগঞ্জে গণভোট উপলক্ষে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত বর্তমান বাংলা’র চুনারুঘাট প্রতিনিধি হিসেবে আসাদ ঠাকুর নিয়োগপ্রাপ্ত চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ডাকাত মাদক ব্যবসায়ী আটক জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করলো চুনারুঘাটের শুচি মাধবপুরে আনসার ভিডিপি কার্যালয়ের মালামাল চুরি: চোর আটক, থানায় হস্তান্তর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জে জাসাসের আলোচনা সভা নির্বাচন সামনে রেখে বাহুবলে যৌথবাহিনীর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ

শব্দ দূষণের প্রতিকার চেয়ে উপজেলা ইউএনও এর কাছে শিক্ষার্থীদের আবেদন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শব্দ দূষণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের ইউএনও বরাবর একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন। রবিবার (২২জুন) জুড়ী উপজেলা নির্বাহী অফিসার কার্যলয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা লিখিত আবেদন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর কাছে জমা দেন।

আবেদন প্রেক্ষিতে জানা যায়, মাইকিং, উচ্চ শব্দে বিজ্ঞাপন প্রচার, অপ্রয়োজনীয় গাড়ির হর্ণ এবং সামাজিক অনুষ্ঠানগুলোর অতিরিক্ত শব্দের কারণে এলাকার পরিবেশ ও জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, এসব অনিয়ন্ত্রিত শব্দ বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার মারাত্মক ক্ষতি করছে এবং শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এমনকি শব্দ দূষণের প্রভাবে বৃদ্ধ ও অসুস্থ রোগীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা জানান, বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারসহ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান বিনা অনুমতিতে যেভাবে মাইকিং করছে তা বেআইনি ও জনস্বার্থবিরোধী। শুধু শহরেই নয়, এই শব্দ দূষণ এখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। উচ্চ শব্দের গাড়ির হর্ণ এবং বেপরোয়া মাইকিংয়ের ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা শব্দ দূষণ প্রতিরোধে বিকল্প কিছু ব্যবস্থা গ্রহণেরও প্রস্তাব দিয়েছেন।

এর মধ্যে রয়েছে— ডিজিটাল মাধ্যমে প্রচার (যেমন ফেসবুক, ইউটিউব, এসএমএস), পোস্টার ও বিলবোর্ডের ব্যবহার, স্থানীয় সভা বা আলোচনার মাধ্যমে বার্তা প্রেরণ এবং সবুজ এলাকা বৃদ্ধির মতো পরিবেশবান্ধব উদ্যোগ। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে জুড়ীর শিক্ষার্থী ও সাধারণ মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে একাধিক অভিভাবক জানান, “শব্দ দূষণের কারণে ঘরে বসেও সন্তানদের পড়ালেখা ঠিকভাবে করানো যাচ্ছে না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।” এখন দেখার বিষয়, উপজেলা প্রশাসন এই যৌক্তিক আবেদন কত দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করে।

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) বাবলু সূত্রধর জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা মিটিং আলোচনা করে ব্যবসায়ীসহ এ ধরনের শব্দ দূষন করে তাদেরকে সর্তক করে দিব। এবং বিশেষ করে পরিক্ষা চলাকালীন সময়ে শব্দ দূষণ হবে না।

দ.ক.সিআর.২৪ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট