স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আদর্শ গ্রাম ঘরগাঁও-এর ২৩ জন ইমাম, আলেম ও হাফেজকে গ্রামবাসীর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতরের পবিত্র দিনে এই মহতী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়, যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
এই সংবর্ধনায় ০৭ জন ইমাম ও খতিব, ১৩ জন মাওলানা (যার মধ্যে ২ জনকে মরণোত্তর) এবং ০৩ জন কোরআনে হাফেজকে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের ইসলামী শিক্ষা ও সমাজ সংস্কারে অবদান অনস্বীকার্য।
সংবর্ধনা অনুষ্ঠানটি ঘরগাঁও শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়, যেখানে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী শিক্ষার প্রসার ও উন্নয়নে এইসব ইমাম, আলেম ও হাফেজদের অপরিসীম ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। তাঁদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হচ্ছে এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সুসংহত হচ্ছে।
এমন একটি মহৎ উদ্যোগ নিঃসন্দেহে ইসলামী শিক্ষা প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রামবাসীর এই সম্মাননা তাঁদের অবদানের স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য নজির। আশা করা যায়, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইসলামী শিক্ষার প্রসারে আরও বেশি ভূমিকা রাখবে।
দ.ক.সিআর.২৫