➖
চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদল চুনারুঘাট উপজেলা, পৌর এবং কলেজ শাখার আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিলটি চুনারুঘাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন এতে।
দ.কসিআর.২৫