1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমার দেশ এর সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন হবিগঞ্জের হাওরে ধানের বাম্পার ফলন দাম নিয়ে শংকিত কৃষক! সারা দেশে এলজিইডির কাজে দুদকের অভিযান- কালনেত্র ক্লিনটেক: পরিবেশবান্ধব প্রযুক্তির পথচলা ও ভবিষ্যৎ চুনারুঘাটে খাল খননে জনতার বাঁধা, পরিদর্শনে ইউএনও, তোপের মুখে ইউপি চেয়ারম্যান মাধবপুরে মরিচের বস্তায় মিলল গাঁজা, ২ কারবারি গ্রেপ্তার  মাধবপুরের পাহাড়ে বাচ্চাসহ ঘুরছে ভাল্লুক, বনে প্রবেশে সতর্কতা জোরদার  জীবনে ‘সুখী’ হবেন কীভাবে— গণপিটুনির নামে মানবতা বিরোধী নিষ্ঠুর মব জাস্টিজ বন্ধ হোক অগ্নিকান্ডে বসতবাড়ি সহ ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত—

স্ত্রী সন্তান নিয়ে ইংলিশ ফুটবলার হামজা গ্রামের বাড়িতে

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

কামরুল উদ্দিন ইমন, বাহুবল প্রতিনিধি

লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগমনকে ঘিরে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। নিজ এলাকার কৃতি সন্তানকে দিয়েছে রাজকীয় সংবর্ধনা।

আজ সোমবার বেলা ১২ টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর পর তাকে সংবর্ধনা দিয়ে ছাদখোলা মাইক্রবাসে করে নিয়ে আসা বেলা সাড়ে ৩ টায় পৈত্রিক নিবাস বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের পৈত্রিক বাড়িতে। সাথে ছিলেন মা, স্ত্রী ও সন্তান।

ক্লাব লেস্টার সিটি তারকা ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বিকেল সাড়ে ৩ টায় সময়ে আসেন পৈত্রিক বাড়িতে। এরপর স্থানীয় গ্রামবাসি তাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা সভায় বাংলাদেশ জিন্দাবাদ বলে শেষ করেন।

স্থানীয়রা জানান, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে এসেছেন হামজা চৌধুরী।

তার আগমন উপলক্ষে গ্রামেরবাড়ি স্নানঘাট সেজেছিল বর্ণিল সাজে। পুরো গ্রাম জুড়ে চলছিল উৎসবের আমেজ। নারী-পুরুষ শিশু সকলেই তাকে বরন করেন নিয়েছে বিভিন্ন মাধ্যমে। তাদের দাবী বাংলাদেশর সবচেয়ে বড়গ স্টার ফুটবলার হামজা তাদের গ্রামে জন্মগ্রহনকরেছিলেন। এখন দেশবিদেশে তার জন্মভূমি স্নানঘাট একনামে জানে এবং ছিনে।

হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী জানান, হামজা দেশের জন্য খেলতে আসছে। আমি আশা করি ভারতের সাথ অভিষেক ম্যাচে জয়লাভ করার মধ্যে দিয়ে স্মরনীয় হয়ে থাকবে।

উল্লেখ্য- ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট