➖
কালনেত্র ডেস্ক◾
আজ থেকে রমজান মাসের প্রথম দশক শুরু। প্রতি বছর মুসলিম উম্মাহ্র কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে আসে মাহে রমজান।
ইবাদত-বন্দেগির এক সুসময় এই মাহে রমজান। এ মাসেই নাজিল করা হয় মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন
মহান আল্লাহ বাব্বুল আলআমিন আমাদের সবাইকে রমজানের ফজিলত লাভের তৌফিক দান করুক। রোজাসহ নামাজ, কালাম, তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে এ মাসের বরকত অর্জন করতে সাহায্য করুন।
এ মাস হোক আমাদের জন্য আত্মশুদ্ধি, ত্যাগ ও তাকওয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের পথ।
আসুন, রমজানকে সর্বোচ্চভাবে কাজে লাগাই। রোজা রাখি ইবাদতে মনোযোগী হই, আর গরিব-দুঃখীর পাশে দাঁড়াই।
রমজান মাস আমাদের জন্য কিয়ামতে সুপারিশ করবে। হাদিসে বর্ণিত, ‘কিয়ামতের দিন সাওম ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে’-(মুসনাদে আহমদ)।
পাপমোচন আর সৎকাজ করার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে পবিত্র রমজান। এক অনাবিল শান্তি ও চিরস্থায়ী মুক্তির পয়গাম নিয়ে এলো মাহে রমজান। স্বাগতম মাহে রমজান।
দ.ক.সিআর.২৫