1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নির্বাচন সামনে রেখে বাহুবলে যৌথবাহিনীর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাংলা একাডেমির বইমেলায় পাওয়া যাচ্ছে- বুকপকেটে ভালোবাসা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার

যে ফুল থেকে রক্ত ঝরে,
সেই ফুলে আর ঘ্রাণ থাকে না।
যে হৃদয়ে অশ্রু ঝরে,
সেই হৃদয়ে আগুন জ্বলে না।

প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো কবি মনসুর আহমেদ এর কাব্যগ্রন্থ “বুকপকেটে ভালোবাসা” ভিন্ন দুটি আকর্ষণীয় প্রচ্ছদে প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলায় বইটি পাওয়া যাবে শব্দকথা প্রকাশনের ১৭১নং স্টলে। ৮০ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ২০০৳। অর্কিড ও গোলাপ ফুলের সাথে দৃষ্টিনন্দন পকেটে আকর্ষণীয় প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু ও আখতার উজ্জামান সুমন।

যেখানে জমে থাকে অসীম দুঃখ প্রাচীর, সেখানেই কবিতাগুলো ফুল হয়ে ফোটে। ঘ্রাণে মিশে থাকে বেদনার সুর, যা স্পর্শ করে পাঠকের হৃদয়। কবিতা শুধু শব্দের সাজানো মালা নয়, এটি হলো মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব ভাষা। এই ভাষা সেইসব হৃদয়ের কথা বলে, যেগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি। এই গ্রন্থের প্রতিটি কবিতা জীবনের রূপকথা ও বাস্তবতার মিশেলে এক নতুন পৃথিবী তৈরি করে।

কবিতা— একটি প্রতিবিম্ব।
এটি সেই আয়না, যেখানে মানুষ তার নিজস্ব মুখচ্ছবি খুঁজে পায়। বাবার অপ্রকাশিত দুঃখ, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, অথবা প্রিয়জনের নীরব চাহনি—সবই কবিতার শব্দরূপে জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যেন পাঠককে তার নিজের অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায়।

“বুকপকেটে ভালোবাসা” কাব্যগ্রন্থটি তেমনি এক আবেগঘন যাত্রার গল্প। প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো এই বইটি পাঠককে তার নিজস্ব অনুভূতির গভীরে নিয়ে যাবে। এখানে প্রেম রয়েছে, যা উষ্ণতা জোগাবে। দ্রোহ রয়েছে, যা নতুন ভাবনার পথ দেখাবে।

শব্দকথা প্রকাশনের উপ সম্পাদক আখতার উজ্জামান সুমন বলেন, “এবছর অমর একুশে বইমেলা-২০২৫ এ আমরা প্রকাশ করেছি প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদের কবিতার বই ‘বুকপকেটে ভালোবাসা’। বইটি প্রকাশের জন্য আমরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করেছি। পাঠকের চাহিদার ব্যাপারটা মাথায় রেখে বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে যাবতীয় সব বিষয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। বাজারে দুটি ভিন্ন ভিন্ন প্রচ্ছদে বইটি প্রাপ্তিসাধ্য করেছি আমরা।

কবি মনসুর আহমেদকে আমরা প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের উত্তরসূরি বলে মনে করি। তার কবিতায় জলজ্যান্ত হেলাল হাফিজেরই ছাপ পাওয়া যায়। আমরা চেষ্টা করেছি- বইটি প্রতিটি কবিতাপ্রেমী পাঠকের হাতে হাতে পৌঁছে দিতে। বর্তমান পরিবর্তীত পরিস্থিতির নতুন প্রজন্মের পাঠকদের কাছে প্রেম ও দ্রোহের আধুনিক কবি মনসুর আহমেদের ‘বুকপকেটে ভালোবাসা’ বইটি সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস। আমরা এপর্যন্ত পাঠকদের থেকে প্রত্যাশারও বেশি সাড়া পেয়েছি। ‘বুকপকেটে ভালোবাসা’র পিছনে আমরা যে শ্রম ও সময় ব্যয় করেছি, আমরা এর আশানুরূপ ফল পাচ্ছি। এজন্য যারপরনাই আনন্দিত আমরা।

নিশ্চয়ই ‘বুকপকেটে ভালোবাসা’ আরও দীর্ঘপথ অতিক্রম করবে।

দ.ক.বই.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট