➖
কবিতা: রাত্রি যুগলযাত্রী
কবি এস এম মিজান
::
নৈঃশব্দে মৌন জেগে থাকি
রাত্রি হয় যুগলযাত্রী
এখন তো শীতকাল
ঋতু আবর্তে ঝিঁঝিঁ ডাকে না
কায়িক বাসনা শেষে সমাপনী মনে ওরা পরে অনেকেই ঘুমিয়ে
ঘুমন্ত মানুষগুলোকে বড় সুখী মনে হয়
তবে এরা রোমান্টিক কিনা জানা হলো না
নিঃসীম রাত্রির নিস্তব্ধ সৌন্দর্য এরা বুঝে না,
বুঝে কিনা জানিনা
বিশ্রামে বিনোদনে ওরা নীলিমার পানে
নীলাদ্রির ভোলা মন নীলিমায় খোঁজে নীলিমা
আহা ! জীবন
আহা ! আহ্নিক গতি
দিন রাত্রি
সমান হলো না
দ.ক.সাহিত্য