➖
সম্পাদকীয়◾
বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ ফ্যাসিবাদী শক্তি সক্রিয় হয়ে উঠতেছে। রাজনৈতিক ফ্যাসিবাদের যে অংশটি পরাজিত হইছে, তাদের চাইতে এই ফ্যাসিবাদের শক্তি বহুগুণ বেশি; এরা বহুগুণ ভয়ংকর!
জোর করে বিষয়টা অনেকেই অস্বীকার করবেন হয়তো। কিন্তু মাস কয়েকের মধ্যে এ কথার সত্যতা টের পাবেন। এই ধর্মীয় সামাজিক ফ্যাসিবাদ জনগণের জীবন খুব শিগগিরই বিষিয়ে তুলবে। এরাই পতিত ফ্যাসিবাদের পুনরাগমনের পথ তৈরি করে দেবে। রাজনৈতিক ফ্যাসিবাদের দ্বিতীয়-তৃতীয় শক্তিশালী অংশ বর্তমান সরকারের ঘনিষ্ঠ। তারা শুধু পতিত ফ্যাসিবাদের নিন্দাই করবে। ভবিষ্যৎ সামাজিক-ধর্মীয় ফ্যাসিবাদের সক্রিয়তা ঠেকাতে ওরা এতো তৎপর হবে না।
বাংলাদেশ ভয়ানকভাবে বিভাজনের সামাজিক-ধর্মীয় ফ্যাসিবাদের খপ্পরে পড়ে গেছে। এইখান থেকে উদ্ধারের পথ অনেক বিপৎসংকুল।
আসাদ ঠাকুর
কবি, লেখক ও সাংবাদিক
দ.ক.সিআর.২৪