➖
শুভেচ্ছা বার্তা◾
অগ্রণী উচ্চ বিদ্যালয়, তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় ও কাচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীসহ অন্যান্য স্কুল থেকেও যারা আজ টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করছেন সকলের জন্য দোয়া, ভালোবাসা ও শুভ কামনা জানিয়েছেন ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান জনাব রুমন ফরাজী।
শুভেচ্ছা বার্তায় তিনি লিখেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় তোমাদের সকলের সুস্থ্যতা ও সফলতা কামনা করি। জীবনের প্রত্যেকটা ধাপে যেন সফলতা তোমাদের কাছে ধরা দেয় এই প্রত্যাশা করি।
এছাড়াও তিনি শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, আপনাদের পাঠদান, পরিশ্রম, আন্তরিক অধ্যায়নে মুলত ছাত্রছাত্রীদের সফলতা আসে। সেকারণে আপনাদের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা। এবং দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন।
দ.ক.সিআর.২৪