এম ফজলুর রহমান খালেদ◾
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদ্বীশপুর ইউনিয়ন শাখার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্দ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী (সাঃ) ও জশনে জুলুছে পালন করা হয়।
অত্র সংগঠনের জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ আতাউল হোসাইন (পীর সাহেব চারা ভাঙ্গা হাবেলি) ও সেক্রেটারি মুফতি মুস্তাক আহমদ সাহেবের নেতৃত্বে উক্ত ঈদে মিলাদুন নবী (স.) ও জুশনে জুলুছের অনুষ্ঠান পরিচালিত হয়।
জশনে জুলুছের এই শোভাযাত্রায় শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
আজ সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকায় জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে র্যালি শুরু হয়ে মির্জাপুর তেমুনিয়া, মুক্তিযুদ্ধা চত্বর হয়ে আবার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সৈয়দ গিয়াসুল হুসাইন ফারুক, মাওলানা ইব্রাহিম সিদ্দিকী, মাওলানা আনিস ফেরদৌস,
সৈয়দ সামছুল আরেফিন রাজীব, মাওলানা কারী আলী আহমদ, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ জোবাইর মিয়া প্রমুখ।
বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে তাঁর শিক্ষা ও আদর্শের প্রতি অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
সবশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
ক_
সিআর—২৪