কালনেত্র প্রতিবেদন◾
চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে বেকার জনসংখ্যা ৫.৬ শতাংশ বেড়ে ২৬.৪ লাখে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে (কিউএলএফএস) এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
বেকারত্বের হার বৃদ্ধির পাশাপাশি শ্রমশক্তিতে অংশগ্রহণের হারও কমেছে। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার ৬০.৭ শতাংশ থেকে কমে ৫৯.৩ শতাংশে নেমে এসেছে। এর মানে, কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ এখন আর চাকরির বাজারে সক্রিয় নেই।
বিবিএসের তথ্যমতে, ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে বাংলাদেশের বেকারত্বের হার বেড়ে ৩.৬৫ শতাংশে দাঁড়িয়েছে। এক বছর আগের একই সময়ের তুলনায় এটি ৩.৪১ শতাংশ বেশি।
পুরুষদের মধ্যে বেকারত্ব বৃদ্ধির প্রবণতা স্পষ্ট। অন্যদিকে, নারীদের কর্মসংস্থানের হার কিছুটা বেড়েছে, যা একটি ইতিবাচক দিক।
মোট শ্রমশক্তি ১.৩ শতাংশ কমে ৭.২৮ কোটিতে নেমে এসেছে। এর মধ্যে ৬.৯৬ কোটি মানুষ কর্মরত, যা গত বছরের তুলনায় ১.৫৫ শতাংশ কম।
কর্মরতদের মধ্যে ৪.৬১ কোটি পুরুষ এবং ২.৩৪ কোটি নারী।
শ্রমশক্তির বাইরে থাকা মানুষের সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের এপ্রিল-জুন সময়ে এ সংখ্যা ৪.৬ শতাংশ বেড়ে ৪.৯৫ কোটিতে দাঁড়িয়েছে।
কে_
সিআর-২৪ (গণস্বার্থে সর্বত্র)