প্রতিবেদক
কাজী মাহমুদুল হক সুজন◾
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বন্যা দুর্গত পানি বন্দী রাধাগোবিন্দপুর, গোপীনগর, নোয়াগাঁও, নন্দগ্রাম সহ ৪টি গ্রামে ২য় ধাপে বন্যার্ত প্রায় ৩০০ পরিবারে ত্রাণ বিতরণ করেছে বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের ভলন্টিয়ার ও অত্র উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দিন ব্যাপী বিভিন্ন সংগঠনের ভলান্টিয়ার ও সাধারণ শিক্ষার্থীরা মিলে এসব খাদ্যসামগ্রী বাড়িবাড়ি গিয়ে পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, তেল, চিনি, বিস্কুট, খাবার স্যালাইন, লাইটার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট-সহ জরুরী ঔষধ পত্র।
ভলান্টিয়ার প্রতিনিধি ও কমলগঞ্জ তথ্যআপা প্রকল্পে কর্মরত আমিনা ইসলাম মৌ জানান বিভিন্ন সামাজিক সংগঠন যেমন- অভিযাত্রী, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, এইচআইটিএইচ ফাউন্ডেশন, সাধারণ শিক্ষার্থী এবং দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি আরও বলেন বন্যার্তদের সহযোগিতা করার জন্য শুধুমাত্র ত্রান বিতরণ নয়, মেডিকেল ক্যাম্প, পুনর্বাসনসহ যাবতীয় কার্যক্রম চলছে এবং চলবেও। পাশে থাকার জন্য উপস্থিত সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া অন্যান্য ভলন্টিয়ারাও দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
কে—
সিআর/২৪ (গণস্বার্থে সর্বত্র)