কালনেত্র প্রতিবেদন: নারীর সংস্পর্শ থেকেই উন্নত চরিত্র ও উদারতার পাঠ শেখে আমাদের সন্তানরা। সুতরাং কোনো পরিবারের নারী সদস্যগণ যদি সুশিক্ষা, উন্নত চরিত্র ও উদার মানসিকতায় উজ্জ্বল হন, তাহলে তাঁর আলোয় আলোকিত হয় সন্তান ও গোটা পরিবার। এমনকি পরিবার থেকে এই আলো ছড়িয়ে পড়ে বৃহত্তর সমাজে। ফলে পুরো সমাজ হয় শান্তির ফোয়ারা।
তাই আমাদের নারী সদস্যদের উন্নত নৈতিকতা, উদার মানসিকতা, পারিবারিক সৌহার্দ্য-শৃঙ্ক্ষলা, হাউজহোল্ড ম্যানেজমেন্ট ও সফল সন্তান প্রতিপালন পদ্ধতিতে এক্সপার্ট হইতে হয় এবং সোনালী যুগের মুসলিম নারীদের গৌরবময় ইতিহাস জেনে আত্মশক্তিতে বলীয়ান হইতে বই পড়ার বিকল্প নেই।
নৈতিক শিক্ষা বা ধর্মীয় বই একজন নারীকে করে তুলে সার্বিক থেকে অনন্য। দূর করে তাদের ঘিরে সমাজে চলমান নানান সব বিভ্রান্তি। দৃঢ় করে তাদের আত্মপরিচয়। সেইসাথে তাদের অবসর সময়কে করে তুলবে আরও বেশি উপভোগ্য ও কার্যকর এবং সুরভিত হবে আমাদের নারীসমাজ!
নারীদের আত্মপরিচয়ের সন্ধান দিতে পারে কেবল নৈতিক শিক্ষার বই।
বই পড়ুন, নিজেকে গড়ুন।
কে সিআর/২৪