কালনেত্রপ্রতিবেদক◾ ঈসরায়েলে বোমা মারলো যেমন মুসলমানও মরবে। ঠিক তেমনি ফিলিস্তিনেও মুসলমানদের পাশাপাশি অন্য জাতি ধর্মের হাজারো মানুষ বাস করে।
আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে অনেকেই হিন্দুদের দেশ বলে থাকেন। অথচ সেখানেও প্রায় চল্লিশ কোটি মুসলমান আছেন। হিন্দুর দেশ, মুসলমানের দেশ, খ্রিষ্টানের দেশ, ইহুদীদের দেশ এসব বলে আমরা এই পৃথিবীর মানুষদের মধ্যে এমনভাবে ঘৃণা ছড়িয়ে চলছি যাতে এটা স্পষ্ট যে একদিন ধর্ম ব্যাবসায়ীদের কারণেই এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে।
মানুষের জ্ঞান থাকে তাদের মগজে আর আমাদের জ্ঞান থাকে হাঁটুর তলায়। আমরা পৃথিবীতে হিন্দু , মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান খুঁজি অথচ মানুষ খুঁজিনা। মানুষের এই পৃথিবীতে ধর্মের দাম আছে কিন্তু মানুষের দাম নেই। পৃথিবীর ধর্ম ব্যবসায়ীদের এই জঘণ্য চিন্তাকে তীব্র ঘৃণা জানাই।
পৃথিবীর কোন দেশ একক ধর্মের হতে পারেনা। দেশ হচ্ছে সকল ধর্মের, সকল মানুষের।
ধর্ম ব্যাবসায়ী নিপাত যাক, মানবতা মুক্তি পাক।
কে সিআর/২৪