নাফিজ আহমেদ: বরগুনা জেলার নবগঠিত কলেজ শাখার নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল সরকার। এছাড়াও বরগুনা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, ছাত্রদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে হলে শিক্ষাঙ্গনে ঐক্য, শৃঙ্খলা এবং ছাত্রদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। এ সময় জেলা নেতৃবৃন্দ সংগঠনকে এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যদিও তারা আনুষ্ঠানিক কোনো বক্তব্য রাখেননি, তবুও সভায় তাদের উপস্থিতি ও ইতিবাচক অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
সভায় বক্তারা ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, বরগুনা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শক্তিশালী ভূমিকা রাখবে। তারা বিশেষভাবে উল্লেখ করেন, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবে।
দ.ক.সিআর.২৫