জুবায়ের আহমেদ, লাখাই: লাখাই উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে,পূজা উদযাপন পরিষদ পুজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু বুদ্ধু খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য এবং সমাজের বিভিন্ন শ্রেনীর প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে লাখাই উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিয় সভার আয়োজন করা হয়। লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডঃ আক্তার আহাদ চৌধুরীর সভাপতিত্বে যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলম গোলাপের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন, ১ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফা কামাল খরছু, বুল্লা বিএনপির সভাপতি মুক্তাদির তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা হিন্দু বুদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সাংবাদিক আশীষ দাশ গুপ্ত, লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়, পূজা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মিন্টু লাল দাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটল সূত্রধর, সুব্রত আচার্য, বিষ্ণু পাল বিশ্বজিৎ ভট্টাচার্য, জনক দেব, বিপ্লব রায় মলয় চন্দ্র দেব, সজল দাস, ১নং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম মিয়া, ছুর রহমান, ফরুক আহমেদ, বিএনপি নেতা রহিস খান,মো মহিবুর হাসান, মোঃ নুরুল আলম,মোহাম্মদ নবাব আলী, মোহাম্মদ জিল্লু মিয়া, রাজু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুর মাহমুদুল হাসান , তাউছ মিয়া, মাহমুদুর রহমান মালু, এডভোকেট কাউসার, ইব্রাহিম মিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ লায়েছ, শামিম খান প্রমূখ।
উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন গত বৎসর শারদীয় দুর্গাপূজায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেভাবে পাহারা দিয়েছে এবছরও চোখ কান খোলা রেখে পাহারা দেবে সকল সনাতনীদের। সাথে বিএনপি আছে বিএনপি থাকবে।
দ.ক.সিআর.২৫