1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :

হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ, ৬ জন আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৫ বিজিবি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার গভীর রাতে হবিগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা চুনারুঘাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার নং ১৩০৫/মেইন এলাকায় অনুপ্রবেশের সময় ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা সবাই সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাসিন্দা।

আটককৃতরা হলেনঃ শামু সরকার (২০), নিমাই সরকার (৩৫), জগলুল সরকার (২৭), সিজু সরকার (২৫), রনি সরকার (১৮) ও সুমন্ত সরকার (২২)।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিজিবি বিপুল পরিমাণ বিদেশি পণ্য, মাদক দ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করে। এসবের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানায় বিজিবি।

জব্দকৃত দ্রব্যের মধ্যে রয়েছে: বিদেশি সিগারেট, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল। এছাড়া চুনারুঘাট উপজেলার ফুরুক্কাবাদ এলাকা থেকে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম খালিদ মিয়া (২০)। তিনি স্থানীয় লিটন মিয়ার ছেলে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক। মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট