জুবায়ের আহমেদ, লাখাই: আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে লাখাই উপজেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লাখাই সহকারী কমিশন ভুমি কাজী শারমিন নেওয়াজ লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী, কর্মকর্তা, পুজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্টের হবিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আশীষ দাশ গুপ্ত লাখাই উপজেলা,পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী সাধারণ সম্পাদক সম্পাদ রায় তাই লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সম্পাদক রফিকুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের পরিচালক, ইমাম সমিতির সভাপতি, আনসার ভিডিপির প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ এর প্রতিনিধি, ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদের মধ্যে উপস্থিত ছিলেন মোড়াকরি ইউনিয়নের বিশ্বজিৎ ভট্টাচার্য, মুড়িয়াউক ইউনিয়নের বিপ্লাব রায়, করাব ইউনিয়নের বিষ্ণুপদ পালবুল্লা ইউনিয়নের বলেন বিশ্বজিত রায়বামৈ ইউনিয়নের জনক চন্দ্র দেব লাখাই ইউনিয়নের মিন্টু লাল দাস সহ প্রমুখ।
সভায় জানানো হয়,এবছর উপজেলায় মোট ৬৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বক্তারা বলেন,পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বন্তরের মানুষের সহযোগিতায় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।
দ.ক.সিআর.২৫