
হবিগঞ্জ প্রতিনিধি: জেলা তথ্য অফিস হবিগঞ্জের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহেরপুর গ্রামে আজ এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় সমাজসেবা কর্মী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং কিশোরী ক্লাবের সদস্যরা।
এসময় বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, নারী ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সচেতনতা ও সরকারি সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, সরকারি তথ্য ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দ.ক.সিআর.২৫