মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারে পথসভা করেছেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) অ্যাডভোকেট আমিনুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় আমিনুল ইসলাম বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। উন্নয়ন ও অধিকার আদায়ে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করে যাবো।”
তিনি স্থানীয় ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। পথসভায় উপস্থিতরা তাকে ভালোবাসা ও সমর্থন জানান।
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫