জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি:
লাখাইয়ে পালকী নামক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ২ জন আহত হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায় লাখাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে পালকী এক্সপ্রেস ঢাকা মেট্রো ব-১৪-৮৯৫৯ নামের বাসটি মঙ্গলবার (২৬ আগস্ট ) সকাল ৮-৩০ মিনিটে হবিগঞ্জ – লাখাই আঞ্চলিক মহাসড়ক এর মোড়াকরি সন্নিকটে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়,এতে যাত্রী না থাকায় একজন হেলপার এবং একজন পথচারীসহ ২জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
বাসে থাকা লাখাই উপজেলার কাশিমপুর গ্রামের হেলপার আমিনুল ইসলাম (২৯) এবং মোড়াকরি গ্রামের পথচারী সাদিয়া আক্তার (১৬) তার ছোট্ট বোনকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন এমন সময় পেছন থেকে যাত্রী বিহীন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পালকি নামক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাঁদে পড়ে যায়, তাহাতে সাদিয়া এবং হেলপার আমিনুল ইসলাম আহত হয়,আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়, রিপোর্ট লেখা পর্যন্ত গাড়িটি দুর্ঘটনার স্থানেই আছে।
এ ব্যাপারে লাখাই থানার এস আই মুন্না দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দ.ক.সিআর.২৫