1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

বুড়িগঙ্গা নদী থেকে কয়েক ঘন্টার ব্যবধানে ০৪ জনের মরদেহ উদ্ধার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হলো চারজনের লাশ। তার মধ্যে দুইজন নারী একজন পুরুষ ও একজন শিশুর লাশ রয়েছে।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় অবস্থায় এক নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।নারীর বয়স আনুমানিক ২৮ বছর পুরুষের ৩৫ বছর।

এর আগে মীরেরবাগ এলাকা থেকে এক শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার আরও জানান ৪টি মরদেহের ক্ষেত্রেই ২৪ ঘন্টার বেশি সময় পেড়িয়ে গেছে।

মরদেহ শনাক্ত করার জন্য আশেপাশের থানায় কোন নিখোঁজের খবর আছে কিনা জানার চেষ্টা চলছে সেই সঙ্গে শিশুটির মরদেহ ছাড়া বাকি তিন জনের আঙ্গুলের ছাপ নিয়ে তাদের পরিচয় জানার চেষ্টাও অব্যাহত রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট