প্রদীপ দাস, হবিগঞ্জ: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশে ৩৪ হাজার ৮৯৪টি সড়ক দুর্ঘট*নায় ৩৭ হাজার ৩৮২ জন নি*হ*ত ও ৫৯ হাজার ৫৯৭ জন আহ*ত হয়েছেন।
রোববার ডিআরইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোড সেফটি ফাউন্ডেশন এই তথ্য জানায় এবং সড়ক ব্যবস্থাপনা সংস্কারে স্বল্প (২০২৫-২০২৭), মধ্য (২০২৫-২০২৯) ও দীর্ঘমেয়াদি (২০২৫-২০৩১) রূপরেখা উপস্থাপন করে। প্রস্তাবনায় রয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, রুট রেশনালাইজেশন, হাইড্রোলিক পার্কিং ও অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠন।
সংস্থাটি বলছে, জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল অবকাঠামো, সমন্বয় ও জবাবদিহির অভাব, এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতা সড়কে নৈরা*জ্যের মূল কারণ।
দ.ক.সিআর.২৫