1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ :

হবিগঞ্জের ৫টি রোডে চালু হচ্ছে বৃন্দাবন সরকারি কলেজের বাস

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার: পরীক্ষামূলক চালু হলো বৃন্দাবন সরকারি কলেজের নিজস্ব নামের বিশেষ বাস। দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলল বৃন্দাবন সরকারি কলেজ শিক্ষার্থীদের। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি ছিল কলেজ বাস সার্ভিস চালুর। দীর্ঘদিন পর অবশেষে তাদের প্রত্যাশিত প্রাণের দাবি পূরণ হলো।

এখন থেকে নিয়মিত ৫ টি রুটে বাস চলাচল করবে। আউশকান্দি,বানিয়াচং, চুনারুঘাট, বামৈ থেকে সকাল ৭ টা ৩০ মিনিটে কলেজের উদ্দেশ্যে ছেড়ে আসবে, শুধুমাত্র মাধবপুর থেকে সকাল ৭ টায় এবং দুপুর ২ টা ৪৫ মিনিটে সব বাস একসাথে কলেজ থেকে ছেড়ে যাবে কলেজের নিজস্ব নামের বিশেষ এই বাসগুলো।

কলেজ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার ৫টি রুটে এ বিশেষ ৫টি বাস চালু হবে। ১ম বাস মাধবপুর বাজার হতে ছেড়ে জগদিশপুর ও নসরতপুর রেল গেট হয়ে কলেজে আসবে। ২য়টি চুনারুঘাট হতে ছেড়ে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন হয়ে কলেজে আসবে। ৩য়টি বাস নীবগঞ্জ থেকে ছেড়ে আউশকান্দি, বাহুবল, মিরপুর ও ধুলিয়াখাল হয়ে কলেজে আসবে। ৪র্থ বাস বানিয়াচং বড়বাজার থেকে ছেড়ে নতুন বাজার হয়ে কলেজে আসবে। এবং ৫ম বাস লাখাই মুড়াকরি হতে ছেড়ে বামঈ, বুল্লা, হয়ে কলেজে আসবে।

বাসে শুধু বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা উঠতে পারবে। বাসে উঠতে বাধ্যতামূলক আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এদিকে, কলেজের বাস সার্ভিস চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দের রোল বইতে দেখা গেছে।

আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলা এই সেবা থেকে বাদ পড়ায় হতাশ। তবে বানিয়াচং এর বাসটি আজমিরীগঞ্জের শিবপাশা থেকে এবং নবীগঞ্জের বাসটি আউশকান্দি হয়ে বাহুবল হয়ে চলতে পারে।

উল্লেখ্য যে, কলেজ বাসে ছড়তে শিক্ষার্থীদের অতিরিক্ত কোন টাকা প্রধান করতে হবে না। এটি বেসরকারি খাত হতে পরিচালিত হবে।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট