➖
কালনেত্র প্রতিনিধি: চুনারুঘাটের আমুরোড স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না…রাজিউন)।
সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ।
স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যাওয়া এ শিক্ষকের মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৩ বছর।
তার পরিবারের সদস্যরা জানান, আজ বিকাল আসরের নামাজের বাদ আমুরোড ঈদগাহ প্রাঙ্গণে জানাজা করা হবে সাবেক শিক্ষকের। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুর খবরে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
দ.ক.সিআর.২৫