মোঃ শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধানঃ
অভ্যুত্থান পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফজলে এলাহী ফুলুকে গ্রেফতার করেছেন।
গ্রেফতার ফজলে এলাহী ফুলু নগরীর পীরজাবাদ যুগীপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
আজ (১ আগস্ট) শুক্রবার
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।
তিনি জানান, কোতয়ালী থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ৫ আগস্ট পরবর্তী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। তিনি সেই মামলার এজাহার ভুক্ত আসামি।
দ.ক.সিআর.২৫