1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে তিন মাদক কারবারি আটক মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল হাসিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কেন আর টাঙ্গুয়ার হাওরে যাবনা— ত্রমণ পাঠ  চুনারুঘাটে সংবাদ প্রকাশের পর কৃষকলীগ নেতার দৌড়ঝাপ। সাংবাদিককে প্রাণ নাশের হুমকি বাহুবলে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরের ত্রাস, চিহ্নিত মাদক ব্যবসায়ি ফুয়াদ সেনা অভিযানে গ্রেফতার জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে পালালো, সেটিও বিচারের আওতায় আনার তাগিদ রাষ্ট্র ব্যবস্থার পটপরিবর্তনের পরেও প্রশ্নবিদ্ধ মনতৈল মডেল কলেজের সভাপতি লাখাইয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার হবিগঞ্জে গত ২৪ ঘন্টায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

হবিগঞ্জে গত ২৪ ঘন্টায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জে সীমান্তে এলাকায় গত ২৪ ঘন্টায় ৪টি পৃথক বিশেষ অভিযান ভারতীয় গাঁজা, শাড়ী, কসমেটিকস এবং বিপুল পরিমাণ চা-পাতাসহ মোট ১ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত আটটায় হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করেন সোমবার (২৮ জুলাই) হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। সিলেট থেকে ঢাকামুখী একটি ট্রাক তল্লাশি করে বিজিবি সদস্যরা দেড় হাজার পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী এবং ৬ হাজারের অধিক বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩ লক্ষ ১৪ হাজার টাকা।

এছাড়াও, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি এবং গুইবিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৯১ পিস ভারতীয় দামী শাড়ী এবং ২৫ কেজি গাঁজা জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,”সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যেকোনো চোরাচালান ও মাদক পাচার প্রচেষ্টা কঠোরভাবে দমন করব।”
৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ৩ কোটি ৭৫ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট