➖
প্রেস বিজ্ঞপ্তি
চুনারুঘাটের সকল শিক্ষা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্টের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান ও নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান।
গতকাল বৃহস্পতিবার ৮মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের সভাপতি ও বিজ্ঞ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা সহ হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের কর্মকর্তাবৃন্দ।
চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান ও নির্বাহী সাইফুর রহমান আরও বলেন, চুনারুঘাট উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত পরিদর্শন কার্যক্রম চলমান আছে। চুনারুঘাট উপজেলার যুবক, তরুণ ও সাধারণের মধ্যে রেড ক্রিসেন্টের নানান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রোডম্যাপ করে জেলা প্রশাসকের অবগতির জন্য ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।
বার্তা প্রেরক
ইফতিয়ার খান শাওন
জনসংযোগ বিভাগীয় প্রধান
চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটি
দ.ক.সিআর.২৫