➖
তানভীর আহমেদ রাহী, কালনেত্র প্রতিনিধি
ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে আমুরোড বাজারে এক মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার আসরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে মানববন্ধনে রূপ নেয়।
এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে স্থানীয় যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ফিলিস্তিনে ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং দখলদার রাষ্ট্রটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে প্রতিনিয়ত শিশু, নারী ও নিরীহ জনগণকে হত্যা করা হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববাসীর একতাবদ্ধ হওয়া প্রয়োজন। বক্তারা আরও বলেন, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে নির্যাতিত ভাইদের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় এবং সকল মুসলমানকে সচেতনভাবে এসব পণ্য পরিহারে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। কর্মসূচি শেষে নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এই প্রতিবাদ কর্মসূচি ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং বিশ্বজনমত গঠনের একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
দ.ক.তানভীর.২৫