➖
চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাটঃরাত পোহালে এসএসসি পরীক্ষায় বসবেন তারিন আক্তার। রাতেই শারীরিকভাবে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তারিন আক্তারের পঞ্চাশোর্ধ বাবা মোঃ কুতুব আলী। চুনারুঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই রাতেই মৃত্যু হয় তাঁর।
মাত্র কিছু সময় ব্যবধানে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মাথার উপরের একমাত্র ছায়া হারিয়ে কান্নায় ভেঙে পরেন তারিন। দ্বিগুণ চাপে পড়েন তিনি। সকালে পরীক্ষা ও বাবার দাফন! কঠিন পরিস্থিতিতে বাবার লাশ ঘরে রেখেই পরীক্ষার হলে বসতে হয়েছে তাকে। শোকাবহ এমন ঘটনাটি ঘটেছে জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে। তারিন আক্তার ইউনিয়নের আমুরোড উচ্চ বিদ্যালয় ও কলেজ এর মানবিক বিভাগের শিক্ষার্থী।চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী তিনি।
তারিন আক্তারের শিক্ষক আব্দুল কাদির জানান, রাতে খবর পেয়ে কয়েকজন শিক্ষকসহ মেয়েটির বাড়িতে গিয়ে এক শোকাবহ পরিবেশ দেখতে পাই। সান্তনা দিয়ে তারিন আক্তার কে পরীক্ষার জন্য প্রস্তুত করি। তার বাবার জানাজা ছিলো বেলা ১১টায়। জানাজার আগেই তারিন আক্তার কে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। সে মানসিকভাবে খুবই অপ্রস্তুত। তবুও পরীক্ষা কিছুটা ভালো হয়েছে। আশাকরছি, বাকী পরীক্ষা গুলো দিতে পারবে এবং ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে।
প্রতিবেশী জরিনা খাতুন বলেন,তারিন আক্তারের বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্র রাতেই তাদের বাড়িতে গিয়েছি।সে পরীক্ষা দিতে চায়নি। তাকে ও তার পরিবারের সদস্যদের বুঝিয়ে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলা পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে এক যোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
দ.ক.সিআর.২৫