চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্সী,উপজেলা যুবদলের সদস্য আসাদুজ্জামান শামীম ও উস্তার খন্দকার কে শোকজ করেছে উপজেলা যুবদল।
গতকাল (রবিবার) সন্ধ্যায় উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফুর রহমান জালাল স্বাক্ষরিত যুবদলের প্যাডে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পত্র পোস্ট করেন।মুহূর্তেই সারা উপজেলা ব্যাপী বিষয়টি ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক সময়ে চুনারুঘাটের আসামপাড়া ও জারুলিয়া এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় উপজেলা যুবদলের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক মন্তব্য লক্ষ্য করা যায়।
লুৎফুর রহমান জালাল পত্রে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য প্রকাশের জন্য তাদেরকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ ৯ মার্চ এর মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রুবেল আহমদ এর “প্রীতম ব্রিকস” নামের ইট ভাটায় রাতে মাটি কাটা নিয়ে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।এই ঘটনায় আসামপাড়া ও জারুলিয়া এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং উভয়ই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। তবে বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের মুরুব্বিয়ান চেষ্টা করে যাচ্ছেন।