➖
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
পিতার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মোঃ গালিব আহমেদ। গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর হবিগঞ্জের নোয়াপাড়ায় ইটাখোলা সাহেব বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে শিল্পপতি সৈয়দ মোঃ গালিব আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মা, সহধর্মিণী, এক ছেলে, এক মেয়ে চাচা, ভাই, বোন সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্বীয় স্বজন রেখে গেছেন।
বুধবার রাত ৮ টায় ঢাকার গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্টিত হয়। পরে আজ বৃহস্পতিবার বাদ জোহরের নামাজের পর মরহুমের গ্রামের বাড়ি হবিগঞ্জের নোয়াপাড়া ইটাখোলা সাহেব বাড়িতে ২য় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার পিতা সৈয়দ মোঃ কায়সারের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সৈয়দ গালিবের জানাযার নামাজে হবিগঞ্জ জেলা ও দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার লোকজন অংশগ্রহণ করেন। সৈয়দ গালিবের মরদেহ দেখে আত্বীয়স্বজন এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়েন। এত অল্প বয়সে আপনজনকে রেখে তিনি চলে যাবেন কেউ আশা করেনি।
সৈয়দ মোঃ গালিবের চাচা সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল বলেন, সৈয়দ গালিব খুবই নম্রভদ্র ও অমায়িক লোক ছিলেন। তিনি সবার সাথে সহজে মিশে যেতেন। তার মধ্যে কোন অহংকার ছিলনা। খুবই সহজ সরল সাদাসিধে জীবন যাপন করতেন। কিছুদিন আগে তার পিতার মৃত্যুতে আমরা শোকাতুর ছিলাম। আজ হারালাম তার সন্তানকে।আমরা খ্বুই ব্যথিত। মহান আল্লাহ তাকে জান্নাতবাসি করুন।
দ.ক.শোক.২৫